টিপ্পনী

 

খবর:(ভুয়া ডাক্তার সবুজের এক বছর কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা)

 

এক্কেবারেই ভুয়া তুমি ভুয়া

এবার গিয়ে লাল দালানে

খাও বসে পান্তুয়া।

 

চিকিৎসকের লেবেল নিয়ে

গুল মেরেছো গুল

ডাক্তারি সব ভুল

কী করেছো কী করেছো

বাধলো হুলস্থূল।

 

ভদ্র বেশে অবশেষে তাই

প্রতারণার জাল বিছিলে

এলে চিকিৎসায়।

 

বরাত খারাপ বরাত

তুশি শাখের করাত!

 

-আহাদ আলী মোল্লা