স্টাফ রিপোর্টার: চতুর্থ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে । গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার আনজুমান আরা লটারির মাধ্যমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
জীবননগর উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। প্রতীক অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল পেয়েছেন আনারস, বিএনপি সমর্থিত প্রার্থী সাইদুর রহমান ধুন্দু পেয়েছেন দোয়াত-কলম এবং বিএনপির অপর প্রার্থী ফারহানা আক্তার রিনি পেয়েছেন কাপ-পিরিচ। জামায়াত সমর্থিত প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। জীবননগর উপজেলায় আগামী ২৩ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জীবননগর উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৫৯ জন। এর মধ্যে ৫৯ হাজার ১৯৫ জন পুরুষ ও ৫৯ হাজার ৩৬৪ জন নারী ভোটার রয়েছে। জীবননগর উপজেলায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি ১৬৯ জন। ভোটকেন্দ্র রয়েছে ৫৩টি।