চুয়াডাঙ্গা বনানীপাড়ার পানবরজে আগুন লেগে বরজ ভস্মীভূত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার একটি বরজে আগুন লেগে প্রায় অর্ধেক বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এলাকার নেশাখোরেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। বর্গাচাষি শামীম মোল্লার বরজে আগুন লাগার ফলে প্রায় ৭০ হাজার টাকার পান পুড়ে গেছে বলে তিনি জানান।

সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে শামীম মোল্লার বরজে হঠাত ধোঁয়া দেখতে পায় এলাকার লোকজন। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণ করে, তবে দমকল বাহিনী এসে আগুন নেভাতে সক্ষম হয়।