গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে বৈদ্যুতিক গোলযোগে দুটি বাড়িতে অগ্নিকাণ্ড


গাংনী প্রতিনিধি: বৈদ্যুতিক গোলযোগের কারণে মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের দুটি বাড়িতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে বাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, হাড়াঙ্গা গ্রামের আনারুল ইসলাম ও প্রতিবেশী জহির উদ্দীনের বাড়িতে আগুন লাগে। বাড়ির লোকজন প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর (ফায়ার সার্ভিস) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততোক্ষণে বাড়ির আসবাবপত্র, পোশাকসহ সমস্ত মালামাল ভস্মীভূত হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা।