কোলকাতায় যুদ্ধ জাহাজে বিস্ফোরণ : নৌ অফিসার নিহত


মাথাভাঙ্গা মনিটর: কোলকাতায় যুদ্ধ জাহাজে বিস্ফোরণের ঘটনায় কমান্ডার র‌্যাঙ্কের এক নৌবাহিনীর অফিসার নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা ১টায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জাহাজের ইঞ্জিন রুমে অগ্নিনির্বাপক ব্যাবস্থা বিকল হয়ে যাওয়ায় আগুন ধরে যায়। ফলে ওই অফিসার প্রাণ হারান।
বিস্ফোরণের ফলে জাহাজে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়। মুম্বাইয়ের মাঝগাঁও ডকে দুর্ঘটনাটি ঘটে। নির্মাণাধীন জাহাজটিতে বিস্ফোরণের খবরে আতঙ্ক ছড়িয়েছে ডকে।