স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে আসেনি। আজ একই সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তারা সরকারকে বৈধতা দিয়েছে। জাতীয় নির্বাচনে না এসে বিএনপি যে বোকামি করেছে তা বুঝতে পারছে। তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে বোকামি করেছে। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জের অলিপুরে প্রাণ আরএফএল গ্রুপের আধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে যখন সেখানে বাংলাদেশের প্রাণ’র পণ্য দেখি, তখন আমি আনন্দিত হই। মফস্বল এলাকায় শিল্প বিকাশে প্রাণ আরএফএল গ্রুপ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।