স্টাফ রিপোর্টার: রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন থেকে নূর ইসলাম (৪৮) নামের এক টিকেট চেকারকে (টিটি) ফেলে দিয়ে হত্যার অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাঘার আড়ানী ও লোকমানপুর এলাকার মাঝামাঝি জিনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, হত্যার উদ্দেশেই নূর ইসলামকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হয়েছিলো। আহত নূর হোসেনকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম জানান, কারা কী উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি। একই সাথে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।