স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় বাসচাপায় আকাশ কাজী (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ কাজী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সূর্যদিয়া ইউনিয়নের মহেনদিয়া গ্রামের খলিল কাজীর ছেলে। এ ঘটনায় ঘাতক ড্রাইভার ও বাসটি আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে গড়াই পরিবহনের নিউ শাহরিয়া (যার নং চট্ট মেট্রো-ক ১১-০১০৬) নামক বাসে করে কুষ্টিয়া জনতা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বার্ষিক বনভোজনে রওয়ানা হয়। বাসটি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে পৌঁছুলে চাকা নষ্ট হয়ে যায়। পরে বাসের হেলপার আকাশ কাজী গাড়ির নিচে গিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় বাসের ড্রাইভার রাকিব হোসেন বাসটি চালু করে পেছনের দিকে নিলে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে আকাশ কাজীর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে প্রেরণ করে এবং ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করে।