গাংনী প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরিকরণসহ চার দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে গাংনী উপজেলা সহকারী শিক্ষক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য মুস্তাফিজুর রহমান, আবু আব্দুল্লাহ মিলন, শরিফুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, হাসান আলী, আমিরুল ইসলাম প্রমুখ।