মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে ক্যামেরুনকে প্রীতি ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। জোড়া গোল করে পেদ্রো পলেতাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ড। পর্তুগালের হয়ে আরো গোল করেছেন রাউল মেইরেলেস, ফ্যাবিও কোয়েন্ত্রাও ও এদিনিয়ো। গত বুধবার রাতে পর্তুগালের হয়ে ১১০তম ম্যাচ খেলতে নামা রোনালদো দলেকে এগিয়ে দেন ২১ মিনিটে। এ গোলেই পর্তুগালের হয়ে ৪৭ গোল করা পেদ্রো পলেতাকে ছাড়িয়ে যান তিনি। নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসলেও প্রথমার্ধে আর কোনো গোল পায়নি পর্তুগাল। উল্টো ভিনসেন্ট আবুবকরের হোলে ৪৩তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে ক্যামেরুন।