স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বাদেমাজুর দরিদ্র ইটভাটা শ্রমিকের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে আটক প্রাইভেট শিক্ষক নাইমকে আটকের ৩ ঘণ্টার মাথায় ছেড়ে দিয়েছে থানাপুলিশ। দু শিক্ষক ও মাতবরদের মধ্যস্থতায় ৩৫ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার বাদেমাজু গ্রামের মোল্লাপাড়ার শিশুছাত্রী (৮) একই পাড়ার মৃত ওয়ারেশ আলী মিয়ার ছেলে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র নাইমের নিকট প্রাইভেট পড়ে। গত বুধবার সকাল ৮টার দিকে নাইমের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে পড়া শেষে অন্যান্য ছেলে-মেয়েদের চলে যেতে বলে ওই ছাত্রীকে পড়ার অজুহাতে রেখে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন শিক্ষক। পরে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশু ছাত্রীর পক্ষে থানায় মামলা না করা হলেও অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে পুলিশ থানায় নিয়ে যায়। সেখানে দেন দরবার শেষে ৩৫ হাজার টাকায় মুক্ত হন শিক্ষক নাইম।