স্টাফা রিপোর্টার: বিজিবি চুয়াডাঙ্গা ক্যাম্পের অভিযানে গত চারমাসের উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় টাউন ফুটবলমাঠে আনুষ্ঠানিকভাবে এসব বিনষ্ট করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিলো ৭ হাজার বোতল ফেনসিডিল এবং ১৫ কেজি গাঁজা। বিনষ্টকৃত মাদকদ্রব্যের মূল্য ২৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, ৬-বর্ডার গার্ড ব্যাটলিয়নের পরিচালক লে. কর্নেল এস.এম. মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম।