গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বামন্দীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ফিরোজ হোসেন (১৮) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক ফিরোজ মারা যান। তিনি কাজিপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেলযোগে কাজিপুর গ্রামের নিজ বাড়ি থেকে বামন্দী আসছিলেন ফিরোজ হোসেন। বামন্দী বাজারের নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপরে ছিটকে পড়েন ফিরোজ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে তাকে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।