গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর খাসমহল গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৱ্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা চোরাচালানী বিল্লাল হোসেনকে (৩৮) চারটি পিস্তল, পাঁচটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলিসহ আটক করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে খাসমহল গ্রামের সীমান্ত এলাকায় ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন এ অভিযান পরিচালনা করেন।
ৱ্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানের সাথে জড়িত খাসমহল গ্রামের নুর বক্সের ছেলে বিল্লাল হোসেন গতকাল ভারত থেকে অস্ত্রগুলো এনে কাটাতারের বেড়ার কাছে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে খাসমহল গ্রামের মোশারফ হোসেনের বাড়ির পাশে অবস্থান নেন ৱ্যাব সদস্যরা। কাঁটাতারের বেড়ার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে গ্রামে প্রবেশ করার সময় ৱ্যাব সদস্যরা তাকে আটক করেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তিনটি ইউএসএ তৈরি ৭.৬৫ এমএম পিস্তল ও একটি দেশীয় তৈরি পিস্তল রয়েছে। গাংনী থানায় অস্ত্র আইনে মামলাসহ গতরাতেই বিল্লালকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে ৱ্যাব সূত্রে জানা গেছে।