মুজিবননগরে ভ্রাম্যমাণ আদালতে দু গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: গাঁজা বিক্রির অপরাধে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের দু গাঁজা ব্যবসায়ীর ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দারিয়াপুর গ্রামের জাদু মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় গাঁজাসহ দারিয়াপুর গ্রামের তালাক আলীর ছেলে হামিদুল ইসলাম (৪৫) ও ফজের আলীর ছেলে জাদু মিয়াকে (৪৯) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) এর ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে তাদেরকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। আদালতের আদেশে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।