স্টাফ রিপোর্টার: রাঙামাটির বাঘাইহাট পুলিশ ক্যাম্পে এক কনস্টেবলের গুলিতে মারা গেছেন আরেক পুলিশ সদস্য। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘাইছড়ি উপজেলার ওই ক্যাম্পে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। পুলিশ সুপার আমেনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাম্পে গুলিবিদ্ধ হওয়ার পর কনস্টেবল আনোয়ার হোসেনকে (২০) প্রথমে দিঘীনালা সেনাক্যাম্প হাসপাতালে এবং পরে সেখান থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কনস্টেবল মোস্তাফিজকে (২৮) বাঘাইহাট পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে কনস্টেবল মোস্তাফিজ তার রাইফেল দিয়ে আনোয়ারকে কয়েকটি গুলি করে। এতে আনোয়ার গুরুতর আহত হন।