দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বোয়ালমারী কানাইবাবুর আমবাগানে জোড়া খুনের ঘটনায় মুজিবনগর মহাজনপুর গ্রামের নয়ন আলীর ছেলে জামারুল ওরফে ক্যারা (৩২) ও দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের আব্দুর রশিদের ছেলে আলতাফ হোসেন (২৯) নামের দু সন্ত্রাসী এখন দামুড়হুদা থানায় ৩ দিনের রিমান্ডে। গতকাল বুধবার সকালে তাদের উভয়কেই তিন দিনের রিমান্ডে দামুড়হুদা থানাহাজতে নিয়ে জিজ্ঞাসবাদ চলছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে বলে জানান দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তী মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজার এলাকা থেকে জামারুল ওরফে ক্যারাকে এবং শনিবার সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালমারী ফকিরপাড়া এলাকা থেকে আলতাফকে আটক করে। তাদের উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গত শনিবার দুপুরে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।