ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রাম থেকে অস্ত্রের মুখে রুকাইয়া খাতুন (১৭) নামে এক কলেজছাত্রীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সে নারিকেলবাড়িয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী। এ ঘটনায় অপহৃতের পিতা আব্দুল কুদ্দুস বাদী হয়ে চারজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। চার দিন পার হলেও পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় গতকাল বুধবার টুকু লস্কার নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।
অপহৃত কলেজছাত্রীর পিতা আব্দুল কুদ্দুস জানান, বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে একই গ্রামের লুৎফর লস্করের বখাটে ছেলে আক্তারুল ইসলাম প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করতো। গত রোববার রাতে দুটি মোটরসাইকেলযোগে আক্তারুল, টুকু লস্কার, বিল্লাল ও শিমুল নামে চার যুবক তার মেয়েকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে তাকে চাপ প্রয়োগ করছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।