জীবননগর ব্যুরো: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জীবননগর উপজেলার মহাসড়ক থেকে অবৈধযান আলমসাধু, করিমন ও নসিমন আটক অভিযান শুরু করেছে পুলিশ। গত দু দিন ধরে থানা অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অবৈধযান আটকে মাঠে রাখা হয়েছে। পুলিশি এ অভিযানের ফলে মহাসড়ক থেকে অবৈধযান মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে।
থানা অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, গত মঙ্গলবার অভিযান চালিয়ে ১৫টি অবৈধযান আটক করা হয়। গতকাল বুধবার দিনভর পুলিশ অবৈধযান আটকে মাঠে রাখা হয়েছে। তিনি জানান, এদিন বেশ কিছু অবৈধযান আটক করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পুলিশ মহাসড়ক থেকে অবৈধযান উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।