দামুড়হুদা কার্পাসডাঙ্গার এমএম ফিলিং স্টেশনের মালিকের ওপর হামলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গাস্থ এমএম ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আব্দুল মালেকের ওপর হামলাকারীদের ৭ মার্চের মধ্যে গ্রেফতার করা না হলে ৮ মার্চ থেকে চুয়াডাঙ্গা জেলার সকল জ্বালানি তেল উত্তোলন ও বিপণনকারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবে। গতকাল বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিসিস্ট্রিবিউটস এজেন্ট, পেট্রোল পাম্প ওনার্স ও ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশন এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গাস্থ এমএম ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আব্দুল মালেক গত ১৬ ফেব্রুয়ারি ডাকাতির শিকার হন। দুর্বৃত্ত হামলার শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মামলা রুজু করা হয়েছে। গতকাল অ্যাসোসিয়েশন এক সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আশাবুল হক আশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। বলা হয়, হামলার শিকারের পর বিষয়টি ২৭ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সভায় উপস্থাপন করা হয়। খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় কমিশনারকে বিষয়টি জানিয়ে প্রতিকার প্রার্থনা করেন। ফল মেলেনি। ফলে গতকাল চুয়াডাঙ্গা কমিটি আলোচনাসভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিয়েছে, আগামী ৭ মার্চের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরদিন ৮ মার্চ থেকে চুয়াডাঙ্গা জেলার সকল জ্বালানি তেল (খুলনা ডিপো থেকে) উত্তোলন ও বিপণন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।