আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে গতকাল বুধবার চূড়ান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আলমডাঙ্গা পৌরসভা, এলজিইডি ও ডিডিসি লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন ডিডিসি লিমিটেডের প্রজেক্ট কো-অর্ডিনেটর মুক্তার আলী খান। বিশেষ অতিথি ছিলেন- নগর পরিকল্পনাবিদ ইফতেখার ইউনুস, এলজিইডির জুনিয়র আরবান প্ল্যানার রফিকুল ইসলাম, রূপালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, ডিডিসির জিআইএস স্পেশালিস্ট মুরাদ হোসেন আকাশ।
পৌরসভার প্রধান সহকারী খাইরুল ইসলাম নাসিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী কামাল, হাজি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু, প্রকৌশলী তসলিম উদ্দীন, কৃষি ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক আতিয়ার রহমান, পূবালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মির্জা মাসরুরুল হাসান, অগ্রণী ব্যাংক আলমডাঙ্গা শাখার সিনিয়র অফিসার আনোয়ার জাহিদ, এছাড়া পৌরসভার কাউন্সিলর আলাল আহমেদ, কাজী সাচ্চু, দীনেশ বিশ্বাস, ইলিয়াস হোসেন, শরিফুল ইসলাম রিফাত, রাজা মিয়া, মীর ইসমাইল, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় মেয়র বলেন, এখন থেকে ২০ বছর পরের আলমডাঙ্গা পৌরসভার জনসংখ্যা, শিক্ষিত জনসমষ্টি, তাদের উন্নত জীবনমানের চাহিদার নিরিখে আজকের মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। কোনো ধরনের ভুল না করে দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ নিতে হবে। যাতে ভবিষ্যতের আলমডাঙ্গা পৌরবাসী তার সুফল লাভ করতে পারে।