দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ক্ষুদে ডাক্তারদের সমন্বয়ে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের একদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল সরকারি প্রাইমারি স্কুলে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর জাহান, ইউআরসির ইন্সট্রাক্টর জামাল হোসেন, সহকারী ইন্সট্রাক্টর নূরুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।