লোকনাথপুরের ইটভাটা ব্যবসায়ী বখতিয়ার হোসেনের ইন্তেকাল

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদার লোকনাথপুরের বেস্টব্রিক্স ইটভাটার মালিক বিশিষ্ট ঠিকাদার বখতিয়ার হোসেন গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। গত শুক্রবার ভোরে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে দর্শনা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চাঁদা চেয়ে হুমকির পরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে স্থানীয়রা জানালেও পরিবারের সদস্যরা অবশ্য তা স্বীকার করেনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। এক মেয়ে, দু ছেলে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী তিনি রেখে গেছেন। প্রখ্যাত নজরুল শিল্পী সোহরাব হোসেনের ভাতিজি ছিলেন তিনি। গতকাল বাদ আছর স্থানীয় ফুটবলমাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগরসহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহণ করেন।