মেহেরপুর অফিস: বিসিবির আয়োজনে ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১২৪ রানে জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৪ ওভার ৫ বলে ২০৪ রান করে সকলে আউট হযে। দলের পক্ষে সর্বোচ্চ তামিম ৬৫ রান করে। জবাবে খেলতে নেমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯ ওভার ৪ বলে মাত্র ৮০ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সাব্বির সর্বোচ্চ ২২ করে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শাদাত মাহফুজ ৪টি ও সাবিক আহমেদ ৩টি উইকেট লাভ করেন।