স্টাফ রিপোর্টার: মাগুরায় প্রিসাইডিং কর্মকর্তা রমজান আলীকে দু বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় গতকাল মঙ্গলবার মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ আদেশ দেন। জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলাকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম শেখের বিরুদ্ধে মাগুরা থানায় মামলা দায়ের করেন প্রিসাইডিং কর্মকর্তা রমজান আলী। জালভোট ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এ মামলা করা হয়। পরে ওই দিন কেন্দ্র থেকে শামীম শেখকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে গতকাল মঙ্গলবার মামলার জামিন শুনানিতে আদালতে উপস্থিত হয়ে বাদী রমজান আলী জামিনে আপত্তি নেই বলে আদালতকে জানান। এছাড়া মিথ্যা মামলার বিষয়টিও তিনি আদালতে স্বীকার করেন। পরে আদালত প্রিসাইডিং কর্মকর্তা রমজান আলীকে দু বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।