স্টাফ রিপোর্টার: চোরাপথে আসা ভারতীয় বাইসাইকেলে পশ্চিমের জেলাগুলোর বাজার সয়লাব। এতে দেশের সাইকেল শিল্প হুমকির মুখে। প্রতিদিন যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার সীমান্ত পথে শ শ বাইসাইকেল অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে। এসব সাইকেল সীমান্ত থেকে সরাসরি বাইসাইকেলের দোকানগুলোতে চলে আসছে। একশ্রেণির চোরাকারবারী সীমান্ত থেকে চোরাইপথে আসা বাইসাইকেল কিনে চড়ে দেশের অভ্যন্তরে সাইকেলের দোকানগুলোতে পৌঁছে দেয়।
ঝিনাইদহের কোটচাঁদপুরের একজন সাইকেল চোরাকারবারী জানান, সীমান্ত থেকে দেশের ভেতরে একখানা বাইসাইকেল এনে বিক্রি করলে দুশ থেকে আড়াইশ টাকা লাভ থাকে। তার প্রতিদিনের ব্যবসা এটি। সীমান্তের শ শ লোক এ ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে বলে তিনি জানান। বাইসাইকেলের দোকানগুলোতে চোরাইপথে আসা বিভিন্ন ব্রান্ডের সাইকেল শোভা পাচ্ছে। প্রতিসাইকেলের দাম ৬ হাজার টাকা থেকে ৮ হাজার টাকার মধ্যে। দোকানদাররা জানান, ভারতীয় বাইসাইকেলের কারণে বাংলাদেশি বাইসাইকেলের দাম কম হলেও চাহিদা নেই। চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গায় চোরাইপথে আসা ভারতীয় বাইসাইকেলের প্রকাশ্য হাট বসে। চোরাচালান হয়ে আসা এ বাইসাইকেল কেনাবেচা চলছে পশ্চিমের জেলাগুলোতে।