গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের বিএনপি কর্মী ফরমান হোসেন (৪০) ও সহির উদ্দীনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, হরতাল-অবরোধের সময় গাংনী শহরে বোমাবাজি ও সরকারি অফিসে হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় গতকাল মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।