গাংনী প্রতিনিধি: দাবিকৃত চাঁদা না পেয়ে সশস্ত্র চাঁদাবাজরা গাংনীর জোড়পুকুরিয়া জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছয় নির্মাণশ্রমিককে পিটিয়ে জখম করেছে। একই সময়ে চাঁদাবাজরা একটি বোমার বিস্ফোরণ ঘটায়। গত সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- কুষ্টিয়ার হরিপুরের কানন মিয়া (৪০), সরোয়ার হোসেন (৩০), মতিয়ার রহমান (৫৮), আমিরুল ইসলাম (৫৪), রুহুল আমিন (২৫) ও রবিউল ইসলাম (৩২)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শ্রমিক সর্দ্দার কানন মিয়া জানান, বেশ কিছুদিন যাবত চাঁদাবাজরা ঠিকাদার কালু মিয়ার কাছে নয় লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সোমবার রাত ২টার দিকে ১০/১২ জন সশস্ত্র চাঁদাবাজরা বিদ্যালয় প্রাঙ্গণে এসে শ্রমিকদের মারধর শুরু করে। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে তারা। এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গাংনী থানার ডিউটি অফিসার এসআই মাহতাব আলী জানিয়েছেন, তিনি ঘটনা শুনেছেন।