আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বিআরডিবি চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মুহিদের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার শেখপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদের মা শেখপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের স্ত্রী রহিমা খাতুন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ-শোকে ভুগছিলেন। জানাজা শেষে গতকাল রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক গোরস্তানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মরহুমার ছেলে বিআরডিবির চেয়ারম্যান সকলের নিকট দোয়া চেয়েছেন।