মাথাভাঙ্গা মনিটর: ছোটখাটো প্রাণি খেয়ে অজগরের উদরপূর্তি সেটা আশ্চর্য কোনো বিষয় নয়। কিন্তু আস্ত কুমিরকে গিলে ফেলা অবাক করার মতোই বিষয়। এমনই ঘটনা ঘটেছে গত রোববার অস্ট্রেলিয়ার মুনডারা লেকে। আর এ দৃশ্য ধারণ করেছেন এক নারী ক্যামেরাম্যান টিফানি কর্লিস। টিফানি কর্লিস ওই সময় তার সকালের নাস্তা করছিলেন। হঠাৎ করেই অজগর ও কুমিরের মধ্যকার লড়াই তিনি দেখতে পান। তিনি দেখেন একটি অজগর মুহূর্তেই একটি কুমিরকে পেচিয়ে ধরলো এবং লড়াই করতে শুরু করলো। কুমিরটি বাঁচার জন্য পানির ওপর মাথা তুলে রাখেত চাইলো। এবিসি নর্থ ওয়েস্ট কুইন্সল্যান্ড রেডিওকে সোমবার এমনটি জানিয়েছেন টিফানি কর্লিস। তিনি জানান, সময় বাড়ার সাথে সাথে মনে হলো তারা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। চূড়ান্ত পর্যায়ে অজগরটি কুমিরটিকে কিছুটা মুক্ত করে দিল। কিছুক্ষণ বিরতি নেয়ার পর অজগরটি কুমিরটিকে গিলে ফেলতে লাগল। আরেক প্রত্যক্ষদর্শী এলিস রোসেনথাল ফেরার ফ্যাক্সকে জানিয়েছেন, দু যোদ্ধার মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে যুদ্ধ হয়েছিল। তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখন দু যোদ্ধাই ক্লান্ত হয়ে পড়েছিলো।