মুজিবনগর প্রতিনিধি: শ্যালোইঞ্জিনচালিত যানবাহন নির্বিঘ্নে চলাচলের দাবিতে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কোমরপুর বাজার থেকে আলমসাধু-নসিমনচালক সমিতির সভাপতি আরিফ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহাজনপুর ইউনিয়নের নসিমন, আলগামন, ভটিভটি, করিমন চালকরা অংশ নেন। সমাবেশ শেষে মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।