বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা প্রশাসক

 

বর্তমান সরকার দেশ গড়া প্রতিশ্রুতিতে জাতীয় সিংহভাগ বরাদ্দ দিয়েছে শিক্ষাক্ষেত্রে

বদরগঞ্জ  প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা যারা শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তোমরা আমাদের আশা তোমরাই আমাদের  ভরসা। তোমাদের কৃতিত্ব ওমেধার আলোয় আলোকিত করবে দেশ জাতিকে, তাই মাদরাসার অভিভাবক শিক্ষক ওসচেতন মহলের প্রচেষ্টায় আজকের মেধাবী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ. লীগের সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি নাসির উদ্দিন ও বদরগঞ্জ দোকান মালিক সমিতিরি সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মুহা. রুহুল আমীন মুহাদ্দিস।