প্রার্থীদের প্রচারণা তুঙ্গে : ভোটাররা ফুরফুরে মেজাজে
দর্শনা অফিস: দশম জাতীয় সংসদ সদস্য নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের গরম বাতাশ। নির্বাচন কমিশনকর্তৃক ঘোষিত তফশিল অনুযায়ী ইতোমধ্যেই দেশের বহু উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ। এ নির্বাচনকে সামনে রেখে শুরু থেকে বড় দুটি দলের একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও দলের কঠোর সিদ্ধান্তে অনেকেই সরে দাঁড়িয়েছেন। আ.লীগ ও জামায়াতের একাধিক প্রার্থী না থাকলেও বিএনপিতে রয়েছেন দুজন চেয়ারম্যান প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাচনকে ঘিরে এখন সর্বত্র বইছে নির্বাচনের বাতাস। রাস্তার মোড়ে মোড়ে ও চায়ের দোকানগুলোতে নির্বাচনমুখি মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠছে। ভোর থেকে গভীররাত পর্যন্ত নাওয়া-খাওয়া ছেড়ে নির্বাচনী এলাকার গা-গ্রামে ছুটছেন প্রার্থীরা। করছেন কুশল বিনিময়, চাচ্ছেন দোয়া, সমর্থন ও ভোট। প্রায় প্রতিদিনই কোনো কোনো স্থানে প্রার্থীর উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে দলের নেতাকর্মীরা পক্ষে করছেন নির্বাচনীসভা।
ভোটারদের দলে ভেড়াতে প্রার্থীদের মুখে ফুঁটছে প্রতিশ্রুতির খই। যে যার মতো কৌশল অবলম্বন করছেন। চারিদিকে প্রার্থীদের ছবি সংবলিত পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। লাগাতার প্রচার মাইকিঙে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকাবাসী। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে রয়েছেন আ.লীগ সমর্থিত জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ (কাপপিরিচ), বিএনপি সমর্থিত দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ (ঘোড়া), বিএনপি একাংশের সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান (দোয়াত কলম) বিএনপি নেতা এজাজুল হক (আনারস) প্রতীকে। তবে প্রতীক বরাদ্দের পর এজাজুল হক প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। দলের সমর্থিত প্রার্থীকে তিনি সমর্থন করবেন। জামায়াতে ইসলামের সমর্থিত জেলা জামায়াতের সেক্রেটারি হাউলী ইউপি চেয়ারম্যান মাও আজিজুর রহমান (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৬ জন প্রার্থী। এরা হলেন- আ.লীগ সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম (চশমা) মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান লাইলী আকবর (প্রজাপতি), জামায়াতে ইসলামী সমর্থিত দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের (টিউবওয়েল), বিএনপি সমর্থিত হাবিবুর রহমান বুলেট (টিয়াপাখি), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালমা জাহান পারুল (হাঁস), বিএনপির একাংশ সমর্থিত আবুল হাসেম (তালা) প্রতীকে।
দামুড়হুদা উপজেলায় বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণার লক্ষ্যে দলের নীতিনির্ধারকদের মধ্যে বৈঠক চলছিলো বলে গতকাল সোমবার বিকেল থেকে গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কি-না জানা যায়নি।