দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার পীরপুরকুল্লা গ্রামের বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আ.লীগে যোগদান করেছেন। গত রোববার সন্ধ্যায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা নতুনপাড়ায় আ.লীগের নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন আ.লীগ সমর্থিত দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, নজির আহম্মেদ, আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা মিঠু বিশ্বাস প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আজাদুল ইসলাম আজাদের হাতে হাত দিয়ে গ্রামের শওকত আলীর নেতৃত্বে বিএনপি-জামায়াতের অর্ধশত নেতাকর্মী আ.লীগে যোগদান করেন। এছাড়া গতকাল সোমবার বিকেলে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনীসভা। আ.লীগ নেতা শওকত আলী তরফদারের সভাপতিত্বে সভায় আলোচনা করেন শহিদুল হক, নজির আহম্মেদ প্রমুখ।