স্টাফ রিপোর্টার: বাবা-মার অসতর্কতায় বরিশালের মুলাদী উপজেলা সদরে অগ্নিদগ্ধ হয়ে দু শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা বন্দর সংলগ্ন মুলাদী-হিজলার সংযোগ সেতুর পূর্বপ্রান্তের একটি বাড়িতে মারা যাওয়া দু শিশু হল হাসান (৬) ও চাঁদনী (৫)। তাদের বাবা জাকির হোসেন এবং মা রানী বেগম মুলাদী পৌরসভায় ঝাড়ুদারের কাজ করেন। দু সন্তান নিয়ে এ দম্পতি ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, প্রতিদিনের মতো রাস্তা ঝাড়ু দিতে ঘরের দরজায় তালা ঝুলিয়ে কাজে বের হয়েছিলেন জাকির ও রানী। ভেতরে ঘুমিয়ে ছিলো হাসান ও চাঁদনী। ওই সময় ঘরের ভেতরে জ্বলা প্রদীপ থেকে পুরো ঘরে আগুন ধরে যায়। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় ঘরের ভেতরেই আগুনে পুড়ে মৃত্যু হয় হাসান ও চাঁদনীর, বলেন পুলিশ কর্মকর্তা এহসান।