স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের হামলা প্রতিরোধ করতেই গুলি চালানো হয়েছিলো বলে দাবি করেছেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গত ২ ফেব্রুয়ারির অনাকাঙ্খিত ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ২ মার্চ প্রশাসনের সাথে আলোচনায় ছাত্রলীগ ক্যাম্পাস দ্রুত খুলে দেয়া, ক্যাম্পাসে সৃষ্ট সেশনজট নিরসনের জন্য অতিরিক্ত ক্লাস পরীক্ষা নেয়ার পাশাপাশি প্রয়োজনে আগামী গ্রীষ্মকালীন ছুটি কমানো বা বাতিল করা, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, ২ ফেব্রুয়ারি শিবিরের ক্যাডাররা আন্দোলনকারীদের সাথে মিশে গিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালায়। শিবিরের হামলা প্রতিরোধ করতেই ছাত্রলীগ গুলি ছুড়তে বাধ্য হয়। তবে ছাত্রলীগের গুলিতে কোনো সাধারণ শিক্ষার্থী আহত হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন, কেন্দ্রীয় সদস্য সাইদুল ইসলাম রুবেল, সহসভাপতি ফিরোজ মাহমুদ, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, উপপাঠাগার সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।