গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রাম থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল দশটার দিকে পল্লিচিকিৎসক ঠাণ্ডু মিয়ার দোকানের সামনে থেকে গাংনী থানা পুলিশ ককটেল উদ্ধার করে থানায় নেয়।
গাংনী থানার এসআই একরামুল হক জানিয়েছেন, গতরাতে ঠাণ্ডু মিয়ার দোকানের সামনে লালটেপ দিয়ে জড়ানো দুটি ককটেল ফেলে যায় দুর্বত্তরা। সকালে দোকান খুলতে গিয়ে এটি নজরে আসে দোকানির। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করে বালিভর্তি পাত্রে করে থানায় আনা হয়। চাঁদার দাবিতে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বত্তরা এটি ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।