আলুকদিয়ায় আ.লীগের কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস

কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান

আলকদিয়া প্রতিনিধি: আলুকদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাচনী কর্মীসভা গতকাল সোমবার বিকেল ৪টার দিকে আলুকদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। আলুকদিয়া সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সদর উপজেলার চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে চুয়াডাঙ্গার অনেক উন্নয়ন হয়েছে। বর্তমানে আলুকদিয়া ইউনিয়নের প্রায় সব রাস্তায় পাকা করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সদর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদর ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান লাল্টু ও স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থাপনা করেন ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল।