আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা সোনাপট্টির সন্তোষ কর্মকার ও তার ভাইদের বিরুদ্ধে পৌর আইন লঙ্ঘন ও অন্যের অসুবিধা ঘটিয়ে বাড়ি নির্মাণের অভিযোগে আদালত নির্মাণকাজ বন্ধ রাখতে ১৪৪ ধারা জারি করেছেন। প্রতিবেশী তপন কুমার পালের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ প্রদান করা হয়েছে।
জানা গেছে, সোনাপট্টির গোবিন্দ কর্মকারের ৩ ছেলে রাজ বিহারী, শঙ্খ কর্মকার ও সন্তোষ কর্মকার নতুন বাড়ি নির্মাণ করছেন। তারা পৌর আইন ও প্রতিবেশী মৃত বিমল পালের ছেলে তপন পালের অসুবিধা ঘটিয়ে ওই বাড়ি নির্মাণ করছেন। এমন অভিযোগ তুলে ওই নির্মাণকাজের বিরুদ্ধে ১৪৪ ধারা দাবি করে আদালতে আবেদন করেন তপন পাল। এরই প্রেক্ষিতে আদালত সে বাড়ি নির্মাণ কাজের ওপর ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন।