মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌরমেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বক্তব্য রাখেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, উপাধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল বলেন, জেলার অনেক ছাত্র-ছাত্রী শিক্ষাক্ষেত্রে বড় সফলতা অর্জন করেছে। এটি আশা জাগালেও জেলার শিক্ষার হার আশানুরূপ নয়। তাই কাঙ্খিত উন্নয়ন করতে হলে শিক্ষার মান ও হার বাড়াতে হবে। এজন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।