স্টাফ রিপোর্টার: সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে নারী, শিশুসহ ৭২ মালয়েশিয়া যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় ট্রলারটি জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুর ১টায় সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ট্রলারসহ তাদের আটক করেন কোস্টগার্ড সদস্যরা। এ ব্যাপারে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কাজী হারুনুর রশিদ জানান, সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ-পশ্চিমের বড় শীল নামক এলাকার বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার দেখতে পায় টহল কোস্টগার্ড সদস্যরা। পরে কোস্টগার্ড সদস্যরা স্পিডবোটযোগে ওই ট্রলারে থাকা ৭২ জন যাত্রীকে উদ্ধার করে সেন্টমার্টিন থেকে টেকনাফে নিয়ে আসেন। এদের মধ্যে ৪ জন নারী, ৫ জন শিশু ও মিয়ানমারসহ আরো ৬৩ যাত্রী রয়েছে। তিনি আরও বলেন, ট্রলারসহ আটকদের থানা পুলিশে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া চলছে।