স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল শনিবার দু টাকা ফেরত না দেয়াকে কেন্দ্র করে লেগুনার এক যাত্রীকে চালক ও তার সহকারী চালক পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন গাজীপুরের সদর উপজেলার লোহাকৈর এলাকার করিম মিয়ার ছেলে সফিউদ্দিন (৪৫)। তিনি তেলিরচালা এলাকার করিম টেক্সটাইলের শ্রমিক ছিলেন। ঘটনার পর লেগুনার চালক বাবুল মিয়া (৩০) ও তার সহযোগী মো. সোহাগকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী লেগুনার যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সফিউদ্দিন গতকাল শনিবার সকালে পারিবারিক কাজে কোনাবাড়ি যান। সেখানে কাজ শেষে তেলিরচালায় কারখানায় যাওয়ার জন্য একটি লেগুনায় ওঠেন তিনি। কোনাবাড়ি থেকে তেলিরচালা পূর্বানী পর্যন্ত ভাড়া তিন টাকা।