মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইউক্রেনে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রাশিয়াকে মূল্য দিতে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। ওবামা বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার সামরিক বাহিনীর বিচরণে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। হোয়াইট হাউজ থেকে দেয়া বিবৃতিতে ওবামা বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে, তা পরিস্থিতিকে ভীষণভাবে অস্থিতিশীল করে তুলবে এবং এটা ইউক্রেন, রাশিয়া বা ইউরোপের কারও কাম্য হবে না। এ বিষয়গুলো অবশ্যই ইউক্রেনের জনগণকেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৗমত্ব, সীমান্ত ও আন্তর্জাতিক আইনের প্রতি রাশিয়ার শ্রদ্ধার যে প্রতিশ্রুতি, তারও সুস্পষ্ট লঙ্ঘন হবে এ ধরনের সামরিক হস্তক্ষেপ। একই সাথে পরিস্থিতি মোকাবেলায় সংযমের পরিচয় দেয়ায় ওবামা ইউক্রেনের সরকারের প্রশংসা করেন। এর আগে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকজান্ডার তুর্চিনভ তার অভিযোগে বলেছিলেন, ক্রিমিয়ায় সেনা মোতায়েন করেছে রাশিয়া এবং দেশটি সেখানে একটি সশস্ত্র সংঘাত উসকে দেয়ার চেষ্টা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সৈন্য ফিরিয়ে নেয়ার আহ্বানও জানান তিনি।