আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভা ১ম শ্রেণির হলেও চারতলা থেকে রেলস্টেশন পর্যন্ত মেন রোডের ফুটপাথ অবৈধ দোকানিদের দখলে। পত্রিকায় খবর প্রকাশ হলে কয়েক দিন পৌর কর্তৃপক্ষ একটু সচেতন হয়। কয়েক দিনের মধ্যেই আবার তা দখলে হয়ে যায়। ফুটপাথের ওপর দোকানিরা দোকানের পসরা সাজিয়ে অবাধে দখল করে ব্যবসা করে আসছে। এটা নতুন কিছু নয়। কয়েক বছর ধরে চলে আসছে। বেশির ভাগ দোকানি প্লেনসিট, মোটরসাইকেল মেকার, লেপ-তোষকসহ রকমারি ব্যবসায়ী। ফুটপাথ মানুষের পায়ে হাঁটাঁর পথ হলেও বর্তমানে তা ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে। ফুটপাথে দেখা যায় সারিসারি মোটরসাইকেল সাজানো, তোলার বান্ডিল ফুটপাথের ওপর রাখা হয়েছে, প্লেনসিটের বাক্স ফুটপাথের ওপরে রাখা হয়েছে। বৃদ্ধসহ সকল পেশার মানুষ কোনোভাবেই চলতে পারে না ফুটপাথ দিয়ে। এ কারণে মাঝেমধ্যে মেন রোড দিয়ে চলতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। বড় রাস্তার ওপর দিয়ে সব সময় যানবাহন চলতে থাকে তাই নিরাপদে হাঁটার জন্য ফুটপাথ দরকার হয় মানুষের। আর এ ফুটপাথ দখলের কারণে চারতলা মোড় থেকে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতন কতৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছে আলমডাঙ্গার সর্ব শ্রেণির মানুষ।