মাথাভাঙ্গা মনিটর: আদালত অবমাননার দায়ে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন ভারতের সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়। গতকাল শুক্রবার লক্ষ্মৌতে উত্তর প্রদেশ পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার দেখানো হয়। আদালত সূত্র জানায়, আত্মসমর্পণ করার পর সুব্রতর আইনজীবী রাম জেঠমালানি সুপ্রিমকোর্টে শুনানি এগিয়ে আনার আবেদন জানান। সুপ্রিমকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। নিজের বাড়িতে তাকে নজরবন্দি রাখার আবেদনও করেছিলেন সুব্রত। সেটাও খারিজ করে দিয়ে সাহারা গ্রুপের প্রধানকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। আগামী মঙ্গলবার সুব্রতকে সুপ্রিমকোর্টে পেশ করা হবে। সুব্রত রায়ের গ্রেফতারের ফলে গতকাল শুক্রবার এক দিনেই সাহারার শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়। সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে সর্বোচ্চ আদালতে হাজির না হওয়ায় সুব্রত সাহারার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। লক্ষ্মৌতে আড়াই শ একর জমির ওপর তার ব্যক্তিগত শহর সাহারা নগরে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করতে যায় উত্তর প্রদেশ পুলিশের একটি দল। কিন্তু পুলিশ তার হদিস পায়নি। গতকাল শুক্রবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। একই সময়ে দিল্লিতে সুব্রত রায়ের একটি লিখিত বিবৃতি পাঠ করেন তার ছেলে সীমন্ত রায়। ওই বিবৃতিতে বলা হয়, সুব্রতর গ্রেফতার সাহারার ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না।