স্টাফ রিপোর্টার: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি- জামায়াত পন্থি নীল দল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে বিজয়ী হয়েছে। সভাপতি পদে বিজয়ী হয়েছেন মহসিন আলী এবং সাধারণ সম্পাদক পদে মোসলেউদ্দিন জসিম। আওয়ামী লীগ সমর্থিত শাদা প্যানেল জয়ী হয়েছে ৬টি পদে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুর ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে অ্যাডভোকেট মহসিন মিয়া ৪৩৮৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইদুর রহমানকে ১১৯৮ ভোটে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুসলেম উদ্দিন জসিম ৩৬২৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেনকে ৩১০ ভোটে পরাজিত করেন।