স্টাফ রিপোর্টার: নির্বাচনী সহিংসতায় আহত যশোরের চৌগাছায় সিংহঝুলি ইউনিয়ন যুবদলের সভাপতি মঈনুদ্দিন মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তিনি যশোর শহরের একটি ক্লিনিকে মারা যান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী জানান, বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের দিন আওয়ামী লীগের ক্যাডাররা মঈনুদ্দিনের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান।