মেহেরপুর অফিস: গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতি চত্বর মেহেরপুরের উদ্যোগে সংগঠনের কার্যালয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ দিবস উপলক্ষে সাহিত্য পত্রিকা ‘স্রোত’র ১৬৭তম সংখ্যার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলার অন্যতম সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতি চত্বরের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংগঠনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক খান স্রোতের মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি নূরুল আহমেদ। বক্তব্য রাখেন ভৈরবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু, ভৈরবের সহসভাপতি ইউনুচ আলী, রমা ব্যানার্জি, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আলীর পরিচালনায় অনুষ্ঠানে কবিতা আবৃতি ও সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ করিম শেখ, তানিয়া আলী, আজিজুল হক, মোফাক্ষারুল ইসলাম, আজিজুল হক, সঙ্গীতা, স্বাগতা, লামিয়া, সিয়াম, মায়শা প্রমুখ।