মেহেরপুরের বারদীতে আলমসাধু ও নসিমন করিমন চালকদের বিক্ষোভ

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের বারাদী বাজারে ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহন চালকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। প্রধান সড়কে তাদের যান নির্বিঘ্নে চলাচলের দাবিতে তাদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকিলে তারা বারাদী পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ভ্যানচালক আবু বকরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সালে আলম আজিজ টনিক বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছানোয়ার হোসেন, আব্দুল হান্নান, জয়নাল আবেদীন, আজগর আলী প্রমুখ। তাদের তিন চাকার যানবাহন প্রধান সড়কে চলাচলের দাবি নিয়ে স্থানীয় মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা জড়ো হন। এখানে শ শ আলমসাধু ও নসিমন-করিমন চালক দাবি তাদের সংবলিত স্লোগান দেন।