স্টাফ রিপোর্টার: বরিশালের বাকেরগঞ্জের কাঠেরপুল এলাকায় ঢাকা-কলাপাড়া মহাসড়কে গতকাল শুক্রবার ভোররাতে সাকুরা পরিবহনের একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে নুরুল ইসলাম (৬২) নামের এক যাত্রী আহত হন। তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের সীতারামপুর এলাকায়। বাসের যাত্রী ও স্টাফ এবং পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকার গাবতলী থেকে সাকুরা পরিবহনের শীতাতাপ নিয়ন্ত্রিত নৈশকোচটি ৩৫ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। ভোর আনুমানিক পৌনে চারটার দিকে বাসটি বরিশালের কাঠেরপুল এলাকায় পৌঁছুলে বাসের যাত্রীবেশী দু ডাকাত সেখানে নেমে যাওয়ার কথা বলে বাসটি থামাতে বলে। চালক বাসটি থামানোর সাথে সাথে সেখানে অপেক্ষমাণ আরও চার থেকে পাঁচজন ডাকাত বাসে উঠে পড়ে। ডাকাতেরা অস্ত্রের মুখে চালককে সরিয়ে দিয়ে বাসের নিয়ন্ত্রণ নেয়।